খুলনার সরকারি ১০ হাসপাতালের অধিকাংশ যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। যার কারণে খুলনা জেনারেল হাসপাতাল ও জেলার নয়টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছেন। স্বল্পমূল্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার লাখ লাখ সাধারণ মানুষ। খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনা জেনারেল হাসপাতাল এবং নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি এক্সরে মেশিনের মধ্যে ১০টিই অচল হয়ে পড়েছে। শুধুমাত্র জেনারেল হাসপাতালের দুটি, দাকোপে একটি ও তেরখাদার...

